দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, তিনটি সরকারি বাসে আগুন লাগাল ক্ষিপ্ত জনতা

জলপাইগুড়ি, ৪ জানুয়ারি: সরকারি বাসের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হওয়ায় তিনটি সরকারি বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। শনিবার সকাল ৯ টা নাগাদ দুর্ঘটনাটি হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের মোহিতনগর এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার পর দমকল গিয়ে আগুন নিভিয়ে ফেলে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ইশা চক্রবর্তী (১৬)।  একাদশ শ্রেণির ওই ছাত্রীর বাড়ি জলপাইগুড়ি রানিনগর এলাকায়। এদিন সকালে দাদার স্কুটিতে করে প্রাইভেট টিউশন পড়তে জলপাইগুড়ি শহরের দিকে যাচ্ছিল ইশা। ইশা নিজেই স্কুটি চালাচ্ছিল। স্কুটিতে তার দাদা রিশপ ছিলেন। সেই সময় শিলিগুড়ি অভিমুখী একটি সরকারি বাস তাদের স্কুটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইশার। গুরুতর আহত অবস্থায় রিশপকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর রানিনগর এলাকার কিছু উত্তেজিত জনতা ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটির পাশাপাশি আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করা হয় আরও দুটি বাস।