Home দেশ দুই রাজ্যে বিজেপির জয়জয়কার, একটি রয়েছে ঝুলে

দুই রাজ্যে বিজেপির জয়জয়কার, একটি রয়েছে ঝুলে

এইচ. এন. ডেস্ক, ৩ মার্চ:ত্রিপুরা ও নাগাল্যান্ডে সরকার গড়ার পথ পাকা বিজেপির। তবে মেঘালয়ে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেখানে জোট সঙ্গীকে নিয়ে বিজেপি সরকার গড়তে পারে বলে কানাঘুষাও চলছে।
ওই রাজ্যগুলির প্রতিটিতে বিধানসভা আসন ৬০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩১ আসন। ত্রিপুরায় বিজেপি ৩৩টি আসন পেয়েছে। আঞ্চলিক দল তিপ্রা মথার দল পেয়েছে ১৩টি আসন। বামফ্রন্ট।পেয়েছে ১১টি আসন। কংগ্রেস তিনটি আসন পেয়েছে।
নাগাল্যান্ডে বড় জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। তারা ৩৬টি আসনে জিতেছে। এনপিএফ ২ আসন, এনসিপি ৭ ও অন্যান্যরা ১৫টি আসনে জিতেছে।।মেঘালয়ে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।