Home রাজ্য দক্ষিণবঙ্গ দুই দিনের সফরে আজ কলকাতায় এলেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে আজ কলকাতায় এলেন প্রধানমন্ত্রী

কলকাতা, ১১ জানুয়ারি: দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় শনি ও রবিবার তার এই সফর। তবে কোনো রাজনৈতিক প্রচারের জন্য নয়, কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ এসেছেন। ডালহৌসি ওল্ড কারেন্সি ভবনে গিয়ে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের পেন্টিং মিউজিয়ামের উদ্বোধন,
মিলেনিয়াম পার্কে নতুন ‘লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন,
রাজ্য বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নেতাজি ইন্ডোরে সভা। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও থাকতে পারেন। রবিবার দুপুরে দিল্লি ফিরে যাওয়ার কথা।