Home অন্যান্য দুই চাকার সাইকেল চালিয়ে দেশ ঘুরছেন শশীকান্ত

দুই চাকার সাইকেল চালিয়ে দেশ ঘুরছেন শশীকান্ত

শিলিগুড়ি, ২৫ নভেম্বর: শশীকান্ত কুমার বাড়ি বিহারের বেগুসারাই। সোমবার সাইকেল নিয়ে চলে এলেন শিলিগুড়িতে। এই দুই চাকায় ভর করে ভারত ঘুরে বেড়াবেন তিনি। যেখানে যাবেন সেখানেই তিনি শান্তি ও প্রেমের বার্তা ছড়িয়ে দেবেন। মানবতা ও সদভাবনার এই যাত্রা তিনি শুরু করেছেন গত ৩০ জুন থেকে। তার যাত্রা পথে কিন্তু ঘুরবেন সারাদেশের প্রতিটি অঞ্চল। অদম্য ইচ্ছাশক্তি আর মনোবল। তাতে ভর করেই এই যুবক বেরিয়েছেন দেশভ্রমণে। নির্দিষ্ট লক্ষ্যেই তার এই দেশ ভ্রমণ। এদিন তিনি শিলিগুড়ি পুর নিগমে আসেন। সেখানে কর্মীদের সঙ্গে কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন। তাকে দেখতে ভিড় জমে যায়। শশী কান্তবাবু বলেন, হিংসা ঘৃণা উন্মাদনায় ভরে গেছে। এসব ভুলে প্রকৃত মানুষ হতে চাই আমরা। আমার এই ছোট্ট সময়ে এইটুকু কথা বলে যেতে চাই মানুষের কাছে। এখান থেকে তিনি আবার অন্য গন্তব্যে বের হবেন। যেতে যেতে তিনি গান শোনান। সদা হাসি তার চোখে মুখে। এদিন অনেকেই তার এমন ভ্রমণ নিয়ে উৎসাহ দেখান।