Home রাজ্য উত্তরবঙ্গ দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ বাসের চালক ও কর্মীরা গ্রেপ্তার

দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ বাসের চালক ও কর্মীরা গ্রেপ্তার

শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারি: কোচবিহার থেকে শিলিগুড়ি আসছিল বাসটি। ওই বাসে ব্রাউন সুগার পাচার করা হচ্ছে। গোপন সূত্রে এই খবর পায় সিআইডি। এরপরই এই খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড়ে বাসটি এলে অভিযান চালায় সিআইডি টিম।
বাসটি জলপাইমোড়ে পৌঁছে দাঁড়াতেই তল্লাশি চালানো হয়। তারপর উদ্ধার হয় ২ কিলো ৭০০ গ্রাম ব্রাউন সুগার।
এরপরই বাস চালক মুকুল সরকার, খালাসি সঞ্জয় দে এবং কন্ডাক্টর সমীর শর্মাকে গ্রেফতার করা হয়। জানাগেছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় কোটি টাকা।

ধৃত ৩ জনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে শিলিগুড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই পথে বসে করে বিপুল পরিমাণ ব্রাউন সুগার পাচার করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।