রাজগঞ্জ, ৩ জানুয়ারিঃ এ রাজ্যে ‘দিশা’ কমিটি করতে দিচ্ছে না রাজ্য সরকার। তাই কেন্দ্রীয় প্রকল্পের কাজ মর্জিমাফিক করছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে।
এই কাজ তদারকি করার কথা দিশা কমিটির। কমিটির চেয়ারম্যান সংশ্লিষ্ঠ জেলার সাংসদ। অন্যান্য রাজ্যে প্রত্যেক জেলায় দিশা কমিটি রয়েছে। কিন্তু এরাজ্যে দিশা কমিটি করতে না দিয়ে কেন্দ্রের প্রকল্প নিজেদের ইচ্ছামত করছে রাজ্য সরকার। শুক্রবার রাজগঞ্জে এক কর্মসূচিতে এসে এই অভিযোগ করেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডা: জয়ন্ত রায়। তিনি বলেন, কেন্দ্রের প্রকল্পের কাজ কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ আসছে। অল্প দিনেই প্রকল্প নষ্ট হয়ে যাচ্ছে। স্বজনপোষণ ও দুর্নীতি হচ্ছে। উপভোক্তাদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌছাচ্ছেনা। তাই রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে করছে না বলে সন্দেহ। কমিটি করতে না দিলে এভাবেই চলতে থাকবে।