Home বিদেশ-প্রবাস দিন দিন বেড়েই চলছে এদেশে আক্রান্তের সংখ্যা

দিন দিন বেড়েই চলছে এদেশে আক্রান্তের সংখ্যা

এইচ.এন. ডেস্ক, ২৭ মার্চ: করোনা আক্রান্ত বিশ্বের সব দেশ গুলিকে ছাপিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার। চীনে করোনা শুরু হলেও ইতালিতে মৃতের সংখ্যা বেশি। তারপরে রয়েছে চীন। কিন্তু এই মুহূর্তে আমরিকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।আমেরিকায় এই মারণ ভাইরাসে মৃতের সংখ্যা এখনও অবধি ১১৭৮। করোনায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ। ভারতের মতো লকডাউন শুরু করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। অর্থনৈতিক, বৈজ্ঞানিক, ওষুধ ও মিলিটারি সব সমস্ত ক্ষেত্রকে কাজে লাগানো হচ্ছে আমেরিকা। সবাইকে বাড়ি থাকতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।