Home রাজ্য উত্তরবঙ্গ দিনের বেলায় প্রকাশ্যে গলায় চাকু মেরে কাকাকে খুন করে ভাইপো

দিনের বেলায় প্রকাশ্যে গলায় চাকু মেরে কাকাকে খুন করে ভাইপো

মালদা, ২১ এপ্রিল, দিনের বেলায় প্রকাশ্য রাস্তায় কাকাকে খুন করলো ভাইপো। গলায় ছুরি চালিয়ে খুন করে। সামান্য জমি নিয়ে ঝামেলার জেরে খুন ( Murder ) করে বলে অভিযোগ। ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার( Malda ) হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কে রাণিপুরা গ্রামে। খুনির শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম মুসফিক রেজা, বয়স ২৮ বছর। মৃত ব্যক্তির নাম এক্তিয়ার হোসেন ওরফে সাবির আলী, বয়স ৫১ বছর। তারা সম্পর্কে কাকা – ভাইপো।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে অভিযুক্ত যুবকের বাবার কাছ থেকে পাঁচ কাঠা জমি কিনে ছিলেন এক্তিয়ার হোসেন। সেই জমিতে তিনি পাকা বাড়ি করেন। পরবর্তীতে এক্তিয়ার অভিযুক্তের বাবার কাছ থেকে আরও কিছু জমি কিনে নেয়। মাস খানেক আগে এক্তিয়ার সেই জমিতে রান্না ঘর করতে গেলে মুসফিক বাধা দেয়। সে দাবি করে জমিটি তার স্ত্রীর নামে রয়েছে।এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। গত মঙ্গলবার মুশফিক রেজার হাতে আক্রান্ত হয় এক্তিয়ার হোসেন। ঘটনাটি নিয়ে এক্তিয়ার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতেই রাগ হয় ভাইপোর।বৃহস্পতিবার বিকেলে কুশিদা থেকে নিজের ফার্নিচারের দোকান থেকে বাড়ি ফিরছিলেন এক্তিয়ার। সেসময় প্রকাশ্য দিবালোকে রাস্তার মাঝেই কাকাকে গলায় ছুরির কোপ মারে ভাইপো। ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন কাকা। স্থানীয়রা ছুটে এসে এক্তিয়ারকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী নাজিমা খাতুন বলেন, এদিন সকাল থেকেই মুসফিক হাতে চাকু নিয়ে ঘোরাফেরা করছিল। স্বামীকে দোকানে যেতে বারন করেছিলেন। দোকান থেকে টোটোতে করে বাড়ি ফিরছিলেন তার স্বামী। বাড়ির নিকটে রাস্তায় নামতেই মুসফিক চাকু দিয়ে তার স্বামীকে ঘুন করে। খুনির যাতে আজীবন শাস্তি পায় এটাই প্রশাসনের কাছে দাবি করেছেন।