দিনহাটা, ২৭ জুন: মনোনয়নপত্র পর্ব থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের দিনহাটা। প্রতিদিন কোথাও না কোথাও অশান্তির ঘটনা ঘটছে। রাজনৈতিক সংঘর্ষে ফের মৃত্যু দিনহাটার গিতালদহে।
আজ ভোর রাতে দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদাহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জারি-ধরলা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃনমূলের অভিযোগ, গতকাল রাতে প্রচার করে আসার পর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে। মৃত ওই তৃণমূল কর্মীর নাম বাবু হক। পুরো ঘটনায় অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
দিনহাটা ( Dinhata ) শহর মন্ডল বিজেপির সভাপতি অজয় রায় বলেন, যে মারা গিয়েছে সে বাংলাদেশী এবং যারা আক্রান্ত হয়েছে তারা হচ্ছে কাফসিরাপ ও ইয়াবা ট্যাবলেট পাচারকারী। ওদের ভাগ বাটোয়ারা নিয়েই গন্ডগোল হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কর্মী বাবু হক প্রচার সেরে যখন বাড়ি আসেন, সেসময় দুষ্কৃতীরা বাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কোপ ও গুলি চালায়। অন্য কর্মীরা উদ্ধার করতে গেলে তাদের উপরও গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আর সেই গুলিতে জখম হয়েছে পাঁচ তৃণমূল কর্মী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এলাকায় মোতায়ন রয়েছে বিপুল পুলিশ বাহিনী।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে জারি ধরলায় তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে বিজেপি। বিএসএফ কি করল! বিষয়টি রাজ্যপালকেও জানাব। বিজেপির কিছু নেতা প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সমাজ বিরোধীদের নিয়ে এসে কোচবিহার জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
তার অভিযোগ, গতকাল কেন্দ্রীয় মন্ত্রী দিনহাটায় এসেছে। তিনি নিজের দাপট নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে এইসব উস্কানি দিচ্ছে।