Home Top News দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গিয়ে দলেরই কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে

দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গিয়ে দলেরই কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে

মালদা, ৫ মার্চ: এবার দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে গিয়ে দলেরই কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন কর্মীরা।
মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিভা সিংহ গিয়েছিলেন।তখনই ঘটনাটি ঘটেছে।
ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিব্রতকর ঘটনা। ওই এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গেলে প্রতিভা সিংহকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার তৃণমূলেরই কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ প্রতিভা সিংহের মদতে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুল শেখ ব্যাপকভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।
তিনি পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা না করেই একাধিক আর্থিক সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ। এমনকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীদের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি ফুলবাড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি নতুন করে গড়ে তোলারও দাবি জানান বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুল শেখ এবং জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংহ‌। দলের অন্দরে ভুল বোঝাবুঝি হয়েছে বলেই জানান প্রতিভা। তবে ঘটনাটি ঘিরে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দলের ছবিটা আবার সামনে চলে এলো বলে মনে করা হচ্ছে। বিরোধী নেতৃত্বরা এই ছুটিকে সামনে রেখে আবার প্রচার চালাচ্ছে । একইসঙ্গে দলের মধ্যে এই ঘটনা নিয়ে জোর চর্চা চলছে । সামাল দেওয়ার চেষ্টা চলছে । বিষয়টি যদিও বিরোধীরা ইস্যু পেলে আর ছেড়ে কথা বলবেন না বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই মানুষের মনেও এ নিয়ে উঠছে নানা প্রশ্ন।