Home রাজ্য উত্তরবঙ্গ দার্জিলিংয়ে ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

দার্জিলিংয়ে ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু

দার্জিলিং, ১৪ মার্চ: শৈলশহর দার্জিলিংয়ে ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। শনিবার ভোরে দুর্ঘটনাটি হয়েছে লোধামা গ্রাম পঞ্চায়েতের তামাংগাঁও এলাকায়। মৃতদের নাম নিমা তামাং (৩৮), চন্দ্রা তামাং (২৭) এবং নেহাল তামাং (৫ মাস)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গিয়েছে, এদিন ভোরে ওই বাড়ির উপর হঠাৎই ধস পড়ে। ধসে চাপা পড়ে বাড়ির সদস্যরা। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধারের হাত লাগান। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ে বিভিন্নস্থানে ধস নামে। রাস্তা ও অবরুদ্ধ হয়ে যায়। কিন্তু এই মরশুমে ধসের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।