এইচ এন ডেস্ক, ২৪ ডিসেম্বর: দার্জিলিংয়ের ছেলে হর্ষবর্ধন শৃঙ্গলা। আমেরিকায় ভারতীয় রাজদূত নিযুক্ত হলেন, গতকাল রাত্রে এই খবর দেন আমেরিকায় বিদেশমন্ত্রকে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি সুনিধি সায়গল। ৫২ বছর বয়োসী হর্ষবর্ধন বলেন, আমার এই সন্মান ভারতবাসীর কারনেই। হর্ষবর্ধন শৃঙ্গলা রাজস্থান থেকে দ্বাদশ শ্রেণী পাশ করেন তারপর উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যান। তিনি এর আগেও আমেরিকার বিদেশমন্ত্রকে কার্যনির্বাহক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। গতকাল তাকে আনুষ্ঠানিক ভাবে এই পদ দিলো আমেরিকার বিদেশমন্ত্রক।