Home রাজ্য উত্তরবঙ্গ দায়িত্ব পেয়ে উপেক্ষিত নেতাদের নিয়ে একসঙ্গে চলার বার্তা

দায়িত্ব পেয়ে উপেক্ষিত নেতাদের নিয়ে একসঙ্গে চলার বার্তা

রাজগঞ্জ, ৩০ জানুয়ারি: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতির দায়িত্ব পেয়ে উপেক্ষিত শ্রমিক নেতাদের নিয়ে একসঙ্গে চলার বার্তা দিলেন তপন দে। রাজগঞ্জ বাজারের সুভাষপল্লীর বাসিন্দা তপন দে দীর্ঘদিন থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত। তিনি শ্রমিক সংগঠনের বড় বড় দায়িত্ব সামলেছেন এবং এখনো দায়িত্বে রয়েছেন। তাই লোকসভা ভোটের আগে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি করা হলো। সোমবার অফিসিয়ালি তাকে এই দায়িত্ব দেওয়া হয়। আজ সকাল থেকে তৃণমূলের রাজগঞ্জ ব্লক নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে দলের কর্মী+সমর্থকরা তার বাড়িতে এসে ফুলের তোরা ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা জানান।

এই বিষয়ে INTTUCর নতুন জেলা সভাপতি তপন দে বলেন, সামনেই লোকসভা ভোট। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দল আমাকে বড় দায়িত্ব দিয়েছে। এজন্য দলের নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাই। হাতে সময় খুব কম, এখন থেকেই দলের সর্বস্তরের কর্মীদের নিয়ে এবং শ্রমিক সংগঠনের যারা কিছুটা উপেক্ষিত হয়ে আছে তাদের সবাইকে নিয়ে একসাথে চলার চেষ্টা করব।