দামি খেজুরের প্যাকেটে লুকানো মাদকদ্রব্য, এই ঘটনায় গ্রেফতার ৩

কলকাতা, ৯ ডিসেম্বর: খেজুরের প্যাকেটে লুকানো প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হয়েছে প্রায় ২০ কেজি চরস। বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকার নিষিদ্ধ মাদক। গ্রেফতার করা হয়েছে দুই জন মাদক পাচারকারীকে। আগেই গ্রেফতার করা হয়েছিল একজনকে।
কয়েকদিন আগে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়েছিল ঠাকুরপুকুরের কুখ্যাত মাদক পাচারকারী জাকির। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসারেরা জানতে পারেন, জোকা-র একটি আবাসনের ফ্ল্যাটে লুকনো আছে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। শনিবার গভীর রাতে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। ফ্ল্যাটটিতে ভাড়া থাকত প্রশান্ত দাস ও মাশুক আহমেদ নামে জাকিরের দুই শাগরেদ। ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সুটকেসের ভিতর থেকে উদ্ধার হয় কয়েকটি খেজুরের প্যাকেট। আপাতদৃষ্টিতে সন্দেহজনক কিছুই নেই। কিন্তু একটু খুঁটিয়ে দেখতেই খেজুরের সঙ্গেই ৫০-৫০ অনুপাতে মেশানো কালো রঙের চরসের গুলি।
ফ্ল্যাট থেকেই গ্রেপ্তার করা হয় প্রশান্ত দাস ও মাশুক আহমেদকে। দুজনেই কুখ্যাত মাদক পাচারকারী। মাশুক মোমিনপুরের বাসিন্দা। নেপাল থেকে তারা চরস আনত কলকাতায়। তারপর বাজার থেকে দামি খেজুরের প্যাকেট কিনে তার মধ্যে খেজুরের সঙ্গেই রেখে দিত চরসের গুলি। এভাবেই খেজুরের প্যাকেটে সেই মাদক পাচার হয়ে যেত চিনে।