Home রাজ্য উত্তরবঙ্গ দান কীভাবে করতে হয় তা শিখিয়ে দিল ছোট্ট মেয়েটি

দান কীভাবে করতে হয় তা শিখিয়ে দিল ছোট্ট মেয়েটি

শিলিগুড়ি, ১২ এপ্রিল: শিলিগুড়ি মহকুমার বিধান নগরের মুরালিগঞ্জের ছোট্ট মেয়ের জয়শ্রীর মানবিক আবদার। ভবঘুরেদের নিজের হাতে খাওয়াবে। মেয়ের আবদারের কাছে হার মানল বাবা জয়ন্ত দাস ও মা ঝুমকি দাস। তাই বাবার হাত ধরে বেরিয়ে পড়ল ভবঘুরেদের খাওয়াতে। জয়শ্রী প্রতিটি ভবঘুরেকে খাওয়ানোর পরে নমস্কার করে তাদের আশীর্বাদ নিচ্ছে। আর যেটা দেখে অবাক সবাই। ওই টুকু মেয়ে। এখনও মুখে ঠিকমতো কথা আসেনি। তার এমন নতমস্তক দেখে রীতিমতো ভবঘুরেদের অবাক করে দেয়। তারাও খাবার রেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
এমন নমস্কার করা দেখে পুলিশকর্মী বাপন দাস জানান, গত উনিশ দিন ধরে আমরা এইভাবে ভবঘুরেদের খাওয়াচ্ছি কিন্তু ছোট্ট মেয়েটির জিদের কাছে আমাদের হার মানতে হল। ওকে নিয়ে আসতে হলো এই ভবঘুরেদের সঙ্গে খাবার পরিবেশনে। আপনারা সবাই জানেন আজ কাল কার ছোট ছোট মেয়েরা একটু বুদ্ধিমতী হয় তাই এই বুদ্ধিমত্তা এবং মানবতার কাছে আমাদেরও হার মানতে হল। ওর বাবা জয়ন্ত দাস বলেন, ফেসবুক করার সময় হঠাৎ আমার মেয়ে ভবঘুরেদের খাওয়ানোর দৃশ্য দেখতে পায় এবং আমাকে প্রশ্ন করে বাবা কি হচ্ছে তখন আমি বলি যে ভবঘুরেদের খাওয়াচ্ছে এবং সে বলে আমরাও খাওয়াবো। তাই আমি মেয়ের আবদারে আজকে ভবঘুরেদের মাংস ভাত, চাটনি, ডাল, পাপড় ভাজা, আলু ভাজা এবং মিষ্টান্ন খাওয়ালাম। শেষে ছোট জয়শ্রী নমস্কার করে আশীর্বাদ চেয়ে নেয় ভবঘুরেদের কাছে। দান কীভাবে করতে হয় তা এই ছোট মেয়েটি শিখিয়ে দিল।