Home রাজ্য উত্তরবঙ্গ দলীয় কার্যালয়ে সভায় প্রধানের হাতে মহিলা পঞ্চায়েত আক্রান্ত!

দলীয় কার্যালয়ে সভায় প্রধানের হাতে মহিলা পঞ্চায়েত আক্রান্ত!

মালদা, ২০ নভেম্বর: দলীয় কার্যালয়েই আক্রান্ত বিজেপি মহিলা গ্রাম পঞ্চায়েতের সদস্যা। অর্ধনগ্ন করে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই পঞ্চায়েত সদস্যা।প্রধানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আক্রমণের শিকার বলে অভিযোগ।দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষের দাবি, মারধোরের কোনো ঘটনা ঘটেনি। পুরনো বিবাদের জেরে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। জানা গিয়েছে, আক্রান্ত পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডল মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত সদস্য। ওই গ্রাম পঞ্চায়েতেরই বিজেপি প্রধান শক্তি মন্ডল বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করছে বলে অভিযোগ উঠেছিল। এবিষয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে পঞ্চায়েত সদস্যের ছেলে বঙ্কিম মণ্ডল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ নিয়ে দলীয় নেতৃত্বে নির্দেশমতো মানিকচকে বিজেপির কার্যালয়ে একটি সভা ডাকা হয়। সভায় সংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ সহ দলের পদাধিকারী নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেই আলোচনার চলাকালীন পঞ্চায়েত প্রধান দলীয় সদস্যার উপর চড়াও হয়। প্রধান সহ তার অনুগামী ফেকোন মন্ডল ও দীপঙ্কর মন্ডল পঞ্চায়েত সদস্যাকে বেধরক মারধর শুরু করে বলে অভিযোগ। এদিকে মাকে মারধর করতে দেখে ছেলে বঙ্কিম মন্ডল বাঁচাতে গেলে তার ওপর চড়াও হয় দলেরই প্রধান ও তার অনুগামীরা। কোনক্রমে আক্রান্ত পঞ্চায়েত সদস্যাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও থানায় এখনও অভিযোগ দায়ের করা হয়নি।