Home রাজ্য উত্তরবঙ্গ দলটি বাড়িতে ঢুকলো, তারপর ঘর ভেঙে

দলটি বাড়িতে ঢুকলো, তারপর ঘর ভেঙে

শিলিগুড়ি, ২৭ নভেম্বর: হাতির হানা এবার শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের ইটাভাটা গ্রামে।মঙ্গলবার রাতে ২৫ থেকে ৩০টি হাতের দল গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। দুটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। বাড়ির ভেতরে থাকা চাল ডাল খেয়ে আবার জঙ্গলে ঢুকে যায় হাতির দলটি। এতে আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যান।
কয়েকদিন থেকে এই এলাকায় হাতির দল ঘুরে বেড়াচ্ছে। দলটি মাঝেমধ্যেই জঙ্গল ছেড়ে আশ্রয় নেয় চা-বাগান কিংবা লাগোয়া এলাকায়। মঙ্গলবার রাতেও তেমনি একটি দল ঢুকে পড়ে। এই দলে প্রায় ত্রিশটি হাতি রয়েছে। স্বাভাবিক কারণেই এত হাতি দেখে প্রতিরোধ গড়তে পারেননি বাসিন্দারা। নির্বিচারে আশেপাশের গ্রাম থেকে ফসল খেয়ে, বাড়িতে ঢুকে তারপরে ঘর বাড়ি ভেঙে ঘরে থাকা চাল ডাল খেয়ে আবার চলে যায় জঙ্গলের দিকে। এদিকে আতঙ্কে বাসিন্দারা বনদপ্তরের কাছে অভিযোগ জানান। তারা বলেন, রাতে বনকর্মীদের পাহারা দিতে হবে। নতুবা এই সময় তাদের জীবনহানি ঘটতে পারে। বনদপ্তর থেকে জানানো হয়েছে নিয়মিত পাহারা চলছে। তবে হাতির খবর পেলেই তারা ছুটে যাচ্ছেন এলাকায়।