Home রাজ্য উত্তরবঙ্গ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন যুবকেরা

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন যুবকেরা

মালদা, ১২ মার্চ: পঞ্চায়েত ভোট ঘোষণা না হতেই অস্বস্তিতে তৃণমূল। মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালী গ্রাম পঞ্চায়েতের ৬২ নম্বর বুথ সতিচুরা কলোনির প্রায় ৩০ জন যুবক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার সন্ধ্যায় তাদের হাতে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা তুলে দেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী ঘোষ মহাশয় ও প্রাক্তন সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল।
বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করা শংকর হালদার বলেন, চারিদিকে যেভাবে তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাস চলছে তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যেভাবে সততার সহিত কাজ করে চলেছে তাতেই অনুপ্রাণিত হয়ে এই গ্রামের সকল যুবকরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।
বিজেপির সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টি দেশের হয়ে কাজ করে, কোন পরিবার তন্ত্রে বিশ্বাসী নয় তাই সকল মানুষ এখন বিভিন্ন রাজনীতি দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন।