Home রাজ্য উত্তরবঙ্গ তৃণমূলের সভাপতির ঘোষিত জেলা কমিটি মানতে রাজি নয় দলেরই একটা অংশ

তৃণমূলের সভাপতির ঘোষিত জেলা কমিটি মানতে রাজি নয় দলেরই একটা অংশ

রাজগঞ্জ, ১ মার্চঃ তৃণমূলের নতুন জেলা কমিটি মানতে রাজি নয় দলের অনেক কর্মী । তাই জেলা সভাপতির ঘোষিত কমিটি নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে দলেরই একটা অংশ । পুরনো অনেক কর্মী জেলা কমিটিতে স্থান না পাওয়ায় বেজায় চটেছেন তারা । সেই সঙ্গে যোগ হয়েছে সোমবার কলকাতায় দলের বৈঠকে প্রশান্ত কিশোরের তালিকায় নাম না থাকায় । বিক্ষুদ্ধরা বিষয়টি দলের সুপ্রিমো মমতা বন্দোপাধায়কে জানানোর ইতিমধ্যে বৈঠক করেছেন । রবিবার বেলাকোবায় অনুগামীদের নিয়ে এমনই এক বৈঠক করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । পরিস্থিতি বেগতিক বুঝে দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরুপ বিশ্বাস মঙ্গলবার জলপাইগুড়িতে আসবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে । সামনেই পুরসভার ভোট । তার আগ মুহুর্তে এই মতপার্থক্য নিয়ে দলের মধ্যেই কানাঘুষো শুরু হয়েছে ।
সম্প্রতি রাজগঞ্জ কলেজের পরিচালন সমিতি গঠনে বিধায়কের সুপারিশ করা পদ পেয়েছেন । কিন্তু জেলা সভাপতির সুপারিশ করা কেউ ওই কমিটিতে স্থান পায়নি । এর পর রাজগঞ্জ হাই স্কুলের পরিচালন সমিতি তৈরি করেন জেলা সভাপতি । বেশ কয়েক জন নেতৃত্বকে বাদ দেওয়া হয়েছে ব্লক কমিটি থেকে । এরকম কিছু ঘটনা নিয়ে জেলা সভাপতির সঙ্গে তৃণমূলের একটা অংশের বিরোধ তৈরি হলেও মূল বিরোধ নতুন জেলা কমিটি নিয়ে । রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, কয়েক দিন আগে জেলা সভাপতি যে জেলা কমিটি ঘোষণা করেছেন তা আমরা মানছিনা । দলের পুরনো এবং ভাল কর্মী জেলা কমিটিতে জায়গা পায়নি । তাই কর্মীদের নিয়ে বৈঠক করা হল । বিষয়টি সোমবার কলকাতায় গিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্যের যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়কে জানানো হবে । এছাড়া দলের পর্যবেক্ষক ৩ মার্চ জলপাইগুড়িতে আসবেন । তার কাছেও জানাবো । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি লৈখ্যমোহন রায়, আইএনটিটিইউসির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন দে, যুবনেতা রণবীর মজুমদার সহ অনেকে ।