শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি: এবারও জোট করে ভোটে লড়বে বাম কংগ্রেস। হয়ে গেল এই দুই শিবিরের যৌথ বৈঠক। সেখানে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার উপস্থিত ছিলেন। ঠিক হয়েছে গতবারের মতোই তৃণমূলকে কোনভাবেই সুযোগ দেওয়া হবে না। বিজেপিকেও আসন জিততে দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত দুই শিবিরের ।আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ভোটে লড়বেন।প্রাথমিকভাবে ঠিক হয়েছে গতবারের মতোই হবে প্রাথীতালিকা। উল্লেখ্য গতবছর, ২২ টি আসনে জিতেছিল বামেরা। শিলিগুড়ি পুরো নিগমের ৪৭ আসনের মধ্যে চারটি আসন পেয়েছিল কংগ্রেস। বাকি তৃণমূল এবং বিজেপি। এবার ওইভাবেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা হলেও কিছুটা আপত্তি রয়েছে কংগ্রেসের। মতবিরোধ রয়েছে কয়েকটি আসনে। তাই কংগ্রেস চাইছে ১৫ এবং ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেওয়ার জন্য। কিন্তু সিপিএম থাকতে চাইছে একইভাবে ২২ নম্বর ওয়ার্ডে। সিপিএম প্রার্থী দিতে চাইছে সেখানে। যে কারণে প্রাথী তালিকায় সংশয় থেকেই যাচ্ছে। তবে দুই দলের প্রধান অশোক ভট্টাচার্য এবং শঙ্কর মালাকার বলেন, কোনো বিরোধ নেই।আমরা এখানে লড়বো তৃণমূলের বিরুদ্ধেই।শিলিগুড়ির পুরভোটে প্রার্থী তালিকা কি হবে তা নিয়ে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত। আর এনিয়ে আসন বাছাই নিয়ে চাপে যেন তৃণমূল কংগ্রেস।