তুলার গোডাউনে ঘরে আগুন

বামনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট এলাকায় এলাকাবাসীর অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট এর জেরে একটি তুলার গোডাউনে ঘরে আগুন লেগে যায়। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করতে হাত লাগাই সাথে পুলিশ কর্মীরাও হাত লাগাই প্রায় ঘন্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ আসার পরে দমকলের একটি ইঞ্জিন আছে কিভাবে আগুন লাগলো তা নিয়ে এখনো সঠিকভাবে কেউ জানতে পারছে না কতটা ক্ষতির পরিমাণ তাও সঠিক ভাবে কেউ বলতে পারছেন না অল্পের জন্য বঠ্ড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পাকুহাট এলাকা।