তুরস্কের ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে এখনও পাওয়া যাচ্ছে মৃতদেহ

এইচ. এন. ডেস্ক: তুরস্কে ও সিরিয়ায় ভূমিকম্প হওয়ার পর পার হয়ে গিয়েছে প্রায় অর্ধেক মাস। নিহতের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি। ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে। এখনও উদ্ধার হচ্ছে দেহ। গত ৬ ফেব্রুয়ারির পর ১৭ হাজারের বেশি আফটারশক হয়েছে বলে জানা গিয়েছে।
গৃহহীন হয়ে পড়া লাখ লাখ মানুষের আশ্রয় দেয়ার কাজ করছে তুরস্ক ও সিরিয়া সরকার। সূত্রের খবর, ভূমিকম্পে শুধু তুরস্কে মৃত্যু হয়েছে প্রায় ৪৪ হাজার জনের। গত সোমবার নতুন করে ভূমিকম্পে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিরিয়ায় নিহতের সংখ্যা প্রায় ৬ হাজার।
দুই দেশ মিলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৭০ জনে। যে পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তা দিয়ে ৩০ কিলোমিটার বাই ৩০ কিলোমিটারের স্তূপ করা যাবে।
টিআরটির খবর অনুযায়ী, তুরস্কের ইতিহাসে স্পষ্টতই বৃহত্তম ভূমিকম্প বিপর্যয়। সম্ভবত দেশটিকে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি করেছে।’এটি বিশ্বের বৃহত্তম ভূমিকম্পগুলির মধ্যে একটি। ওই ভূমিকম্প যত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আঘাত করেছিল তা তিনটি নেদারল্যান্ডের সমান।