রাজগঞ্জ, ১৯ নভেম্বরঃ প্রায় তিন বছরেও চালু হলনা বেলাকোবার মিনি ইন্ডোর স্টেডিয়াম। প্রায় দুই বছর থেকে কাজ থমকে আছে।
গত ২০১৭ সালে ওই মিনি ইন্ডোর স্টেডিয়াম নির্মানের কাজের উদ্বোধন করেছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বলেছিলেন ৬ মাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে। মিনি ইন্ডোর স্টেডিয়ামের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। জানা গিয়েছে, স্টেডিয়াম তৈরি হলে বেলাকোবা হাই স্কুলকে পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু প্রায় দুই বছর থেকে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ জমেছে এলাকার মানুষের মধ্যে। বেলাকোবা হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি রণবীর মজুমদার বলেন, বিডিও অফিসের মাধ্যমে টেন্ডার করে কাজ শুরু করা হয়। প্রায় ৮০ শতাংশ কাজ করা হয়ে গিয়েছে। কিন্তু অর্থের অভাবে কাজ বন্ধ হয়ে আছে। বিষয়টি বিডিও ছাড়াও বিধায়ক এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। রাজগঞ্জের বিডিও এন সি শেরপা বলেন, অর্থের অভাবে ওই স্টেডিয়ামের কাজ বন্ধ হয়ে আছে । বিষয়টি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরে জানানো হয়েছে।