Home রাজ্য উত্তরবঙ্গ # তিন নাবালিকা উদ্ধার, এখনও কয়েকজন নিখোঁজ

# তিন নাবালিকা উদ্ধার, এখনও কয়েকজন নিখোঁজ

রাজগঞ্জ, ৭ ডিসেম্বর: রাজগঞ্জ ব্লক থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে তিনজনকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসে রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়। চলতি মাসের প্রথম সপ্তাহে দুই নবালিকা নিখোঁজ হয়ে যায়। তিন পরিবারের তরফে রাজগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত চলতে থাকে । সোমবার রাতে নিখোঁজ হওয়া নাবালিকাদের মধ্যে একজনকে হলদিবাড়ি থেকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয় । অন্য এক নাবালিকাকে উদ্ধার করা হয় রাজগঞ্জের তালমা থেকে । এক নাবালিকা নিজে এসে থানায় ধরা দেয়। তিনজনকেই জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় । তাদের মধ্যে একজনকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাকি দুজনকে হোমে পাঠানো হয়েছে ।
দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার বলেন, রাজগঞ্জ ব্লকে বেশ কয়েকজন নাবালিকা ও যুবতী নিখোঁজ হয়। তার মধ্যে কয়েকজন উদ্ধার হলেও কয়েকজন এখনও নিখোঁজ। পুলিশ ও প্রশাসন সহ সকলকে এধরনের সচেতনতামূলক প্রচারে এগিয়ে আসা দরকার।। রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার বলেন, তিনজন নাবালিকা নিখোঁজ হওয়ায় পরিবারের থেকে অভিযোগ করা হয়েছিল । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকেই উদ্ধার করা হয়েছে। এক যুবককে গ্রেপ্তার করা হয় । গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে ।