তিন ট্রাক সেগুন কাঠ উদ্ধার, গ্রেপ্তার ৮

জলপাইগুড়ি, ১১ মার্চ: নাগাল্যান্ড থেকে জলপাইগুড়ি হয়ে কলকাতায় পাচারের পথে তিন ট্রাক সেগুন কাঠ উদ্ধার করে বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে তিনটি ট্রাক সেগুন কাঠ সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। দুইদিন অভিযানের পর বনদপ্তরের এই সাফল্য বলে জানা গিয়েছে।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে বুধবার ভোরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে তিনটি ট্রাক বোঝাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। পাচারের কাজে যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জার বলেন, ধৃতরা জেরায় স্বীকার করেছে কাঠগুলি নাগাল্যান্ড থেকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতরা কাঠের কোনো বৈধ নথি দেখাতে পারেনি।
এই কাঠ পাচারের সঙ্গে শিলিগুড়ির একটি চক্র জড়িত। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে রেঞ্জার জানিয়েছেন।