Home বিদেশ-প্রবাস তিনটি মৃতদেহ উদ্ধার করায় কুকুরকে দেওয়া হবে বীরত্বের পদক

তিনটি মৃতদেহ উদ্ধার করায় কুকুরকে দেওয়া হবে বীরত্বের পদক

এইচ.এন.ডেস্ক, ২০ মার্চ: একটি কুকুরকে বীরত্বের পদক দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ধ্বংসস্তূপ থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছিল কুকুরটির। তাই তাকে  মহাপরিচালক পদক দেওয়া হবে।
গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।ভবনটির নাম কুইন্স টাওয়ার। বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে র‍্যাবের ডগ স্কোয়াড। ওই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে র‍্যাবের ডগ স্কোয়াডের ‘চিতা’ নামের একটি কুকুর। বীরত্বপূর্ণ ওই কাজের জন্য এই প্রথম র‍্যাব মহাপরিচালক পদক পাচ্ছে স্কোয়াডের সেই চিতা।
র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, র‍্যাবের ডগ স্কোয়াডের ‘চিতা’ নামের একটি কুকুরের বীরত্বপূর্ণ অবদানের জন্য ওই সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ওই বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।