Home রাজ্য উত্তরবঙ্গ তপশিলিদের নিয়ে জনমত গঠনের উদ্দেশ্যে ময়দানে বিজেপি নেতা দুলাল বর

তপশিলিদের নিয়ে জনমত গঠনের উদ্দেশ্যে ময়দানে বিজেপি নেতা দুলাল বর

রাজগঞ্জ,১৩ ফেব্রুয়ারি: রাজগঞ্জের আমবাড়িতে গৃহ সম্পর্ক অভিযান ও চায়ে পে চর্চা করেন বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সভাপতি দুলাল বর। তপশিলিদের অভাব অভিযোগ নিয়ে জনমত গঠন করতে ওই কর্মসূচি বলে জানা গিয়েছে। এদিন স্থানীয় দলীয় নেতৃত্বদের নিয়ে গৃহ সম্পর্ক অভিযান ও চায়ে পে চর্চার পাশাপাশি দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
বিজেপি বিধায়ক দুলাল বর বলেন, এই তৃণমূল রাজ্যে তপশিলিদের অত্যাচার ও অবিচার করা হচ্ছে। খর্ব করা হচ্ছে তাদের অধিকার। তাই তপশিলিদের উপর অত্যাচারের প্রতিবাদে জনমত গঠন করতে তিনি জলপাইগুড়িতে এসেছেন। প্রতিটি মণ্ডলে ঘুরবেন। গৃহ সম্পর্ক অভিযান ও চায়ে পে চর্চার মাধ্যমে তপশিলিদের উপর অত্যাচারের বিরুদ্ধে জনমত গঠন করাই মূল উদ্দেশ্য। এদিন চায়ে পে চর্চায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক বিশ্বদেব রায়, বিজেপির তপশিলি মোর্চার জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দীপক মন্ডল, সংগঠনের রাজগঞ্জ উত্তর মন্ডলের সভাপতি দুলাল অধিকারী, অজিত দত্ত, বাদল রায় প্রমুখ।