Home Top News ডিমের কুসুম কালো, চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল

ডিমের কুসুম কালো, চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল

মালদা, ৩ মার্চ: এবার নকল ডিমের আতঙ্ক মানিকচকে। পুষ্টিকর ও সুষম খাবারের মধ্যে পড়ে ডিম। সেই ডিম যদি নকল বা প্লাস্টিকের হয় তাহলে তো আতঙ্ক হবেই বলা যেতে পারে। এমন এক দৃশ্য নাকি মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায় ।
জানা গেছে, টিফিন করার উদ্দেশ্যে বেশ কয়েকটি ডিম আনা হয়েছিল এনায়েতপুরের একটি ডিম ব্যবসায়ীর কাছ থেকে। তা সেদ্ধ করার পর ডিম খেতে গিয়ে চক্ষু চরখগাছ ডিম ক্রেতা সুনন্দ মজুমদারের। তিনি দেখেন ডিমের মধ্যে যে কুসুম রয়েছে তা দেখতে একেবারে পিচের মতো কালো। তিনি বলেন আমার মনে হয় ডিমটি নকল। তিনি প্রশাসনের কাছে যাচাইয়ের অনুরোধ করেছেন। পাশাপাশি শিক্ষিকা সুপর্ণা মানিক বলেন ডিম পুষ্টি কর খাবার আর তাতেই যদি এমনই ঘটনা। ডিম ভেঙে দেখা যাচ্ছে ভেতরে কালো রঙের কি যেন আছে। এই ডিম শিশু থেকে শুরু করে গর্ভবতী মায়েরাও খায়। প্রশাসনের কাছে অনুরোধ করবো যাতে এমন ডিম বাজারে আর বিক্রি না হয়। এবিষয়ে ডিম ব্যবসায়ী আজমির বলেন, আমি ডিম কিনে এনেছি মিল্কী থেকে। কোনো দিন এরকম হয়নি। কি ভাবে হলো বুঝতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখা দরকার রয়েছে।