শিলিগুড়ি, ১৩ মার্চ: পেটের টানে আসতে হয় শিলিগুড়ি। সোমবার সকালে তাই কোচবিহার জেলার মাথাভাঙ্গা থেকে বাইকে করে শিলিগুড়ি আসছিল। কিন্তু কাজের জায়গায় আর পৌঁছতে পারলেন না। রাস্তাতেই চলে গেলে তরতাজা প্রাণ। পেছন থেকে অনিয়ন্ত্রিত ডাম্পার ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে ওই যুবক।
সাতসকালে প্রাণ গেল তরতাজা ওই যুবকের, ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক রাজগঞ্জের বন্ধু নগরে। জানা গিয়েছে কুচবিহার জেলার মাথাভাঙ্গার বাসিন্দা যুবকের নাম প্রসেনজিৎ বর্মন। বয়েস ২৮ বছর। তিনি শিলিগুড়ির এনটিএস মোরে কাজের যোগ দেওয়ার জন্য অন্ধকার থাকতেই বাড়ি থেকে আসছিলেন। পেশায় তিনি মাইক্রো ফাইনান্স এর কাজ করেন। বন্ধন ব্যাংকের মাস্টার। বন্ধু নগরে এলে তখনও সূর্যের আলো ফোটেনি সেভাবে। ডাম্পার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার প্রাণ যায় রাস্তায়। ঘটনার পরেই ডাম্পার দ্রুত পালানোর চেষ্টা করে বলে জানা গিয়েছে।
কিন্তু স্থানীয় কয়েকজন ধাওয়া করে ধরা হয় ডাম্পারটি। কিন্তু ঘটনাস্থল থেকে চালক ডাম্পার রেখে পালিয়ে যায়। বাইকের নাম্বার ডব্লিউ বি 74 এ এইচ 6218
দুর্ঘটনার খবর পেয়ে আমবাড়ি থানা থেকে পুলিশ দ্রুত পৌঁছয়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় সাময়িক যান চলাচল বন্ধ থাকে ওই রাস্তায়।