ডাক্তারি পড়ুয়াকে মারধরের অভিযোগ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

শিলিগুড়ি, ২৯ নভেম্বর: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল। তাতে নাম জড়াল ওই কলেজেরই আরও কয়েকজন পড়ুয়ার। এর পেছনে শাসক দলের ছাত্র সংগঠনের মদত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও পাল্টা অভিযোগ করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। অভিযোগ, এমন ঘটনা ঘটেছে জুনিয়র বয়েজ হস্টেলে। পুলিশের কাছে এমনই অভিযোগ করা হয়েছে। মেডিক্যাল ফাঁড়ির পুলিশ এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে।নিগৃহীত ছাত্রের নাম রাজ বর্মন। তৃতীয় বর্ষের পড়ুয়া। গতকাল বৃহস্পতিবার রাতে তার ২৮ নম্বর রুমে গিয়ে কয়েকজন ছাত্র ধাক্কাধাক্কি করে। তাতে দরজার ছিটকিনি ভেঙ্গে যায়। এরপর অভিযোগ, ঘরে ঢুকে মারধর এবং ভয় দেখানো হয়। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের ইন্ধন রয়েছে বলে জানিয়েছে এই কলেজের এডিআইএসও নেতৃত্ব। তাঁদের হয়ে সৌম্যদীপ রায় বলেন, সামনে ইলেকশন। তাই পড়ুয়াদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সরাসরি তৃণমূল ছাত্র পরিষদ সামনে না এলেও পেছনে আছে। একই ক্লাসের পড়ুয়াদের দিয়ে এভাবে নিগৃহীত ও হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় পুলিশকে অভিযোগ জানানো হলেও প্রথমে তারা নেয়নি। পরে নিয়েছে। একইভাবে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য কলেজের অধ্যক্ষ আমাদেরকে বলেছেন। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে বলা হয়েছে, অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। বরং ওই ছাত্র হুমকি-ধমকি দিচ্ছে পড়ুয়াকে। আমরা বিষয়টি শুনেছি। পুলিশকে জানিয়েছি। কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার দেব বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাননি।