দার্জিলিং, ২৪ ফেব্রুয়ারি:
পাহাড়ের পথে রাস্তাতেই উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন আছেন তাই রেল লাইনের উপর থেকে কাত হয়ে যায় ইঞ্জিনটি কার্শিয়াংয়ে উলটে গেল টয়ট্রেনের ইঞ্জিন। শুক্রবার গোয়েথেলস স্কুলের কাছে সাইডিংয়ে উলটে যায় ইঞ্জিনটি। জানা গিয়েছে, ইঞ্জিনটি খারাপ থাকায় সেটিকে মেরামতির জন্য তিনধারিয়া ওয়ার্কশপে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে কোনও কারণে উলটে যায় সেটি। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। কিছুক্ষণের চেষ্টায় ইঞ্জিনটিকে ফের ট্র্যাকে তুলে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা পর সাময়িক সময়ের জন্য ওই পথে সাময়িক যানবাহন ও আটকে যায়।