এইচ এন ডেস্ক: ট্রেনে ঘুমিয়ে পড়লে আর চিন্তা নেই। দুশ্চিন্তা করতে হবে না। ট্রেন যাত্রীদের নতুন পরিষেবা দিতে চলেছে ভারতীয় রেল। যেসব যাত্রীরা দূরপাল্লার যাত্রীদের কথা মাথায় রেখেই রেল এক অভাবনীয় পরিকল্পনা নিয়ে এসেছে। এবার থেকে এই দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের যে ঘুমের সুব্যবস্থা সেটা নিশ্চিত করিয়ে দিবে। অনেক সময় দেখতে পাওয়া যায় দূরপাল্লা সফরে ঘুমের কারণে গন্তব্য স্থল মিস হয়ে যায় তবে এখন থেকে তা আর হবে না।
বিশেষ করে গন্তব্যস্থান সেটি মাঝরাতে কিংবা ভোররাতে হয় ফলে চিন্তার কারণে আপনার ঘুম উড়ে যায়। তবে এবার থেকে সে বিষয়ে কোন চিন্তা করতে হবে না। এখন থেকে ট্রেনের মধ্যে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কারন রেলের তরফ থেকে যে নতুন পরিকল্পনা আনা হয়েছে তার দরুন রাতে ঘুমের ব্যাঘাত ঘটবে না।
এবার থেকে রেল কর্তৃপক্ষের তরফ থেকেই সেই যাত্রীকে সতর্ক করে দেওয়া হবে আধঘন্টা আগে এবং যাত্রীর ঘুম ভাঙ্গিয়ে সহায়তা করবে গন্তব্যস্থলে পৌঁছাতে। তবে যাত্রীরা কীভাবে এই সুবিধার লাভ ওঠাতে পারবেন– এইদিন রেলমন্ত্রী টুইট করে জানান রেলের নতুন পরিষেবা মূলক নম্বর ১৩৯ কল করলে এই সুবিধা পাবেন যাত্রীরা। শুধু জেনে নিতে হবে গন্তব্য স্টেশন পিএনআর নম্বর ও এসটিভি কোড। আপনার স্টেশন আসার আধঘন্টা আগে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এলাম এসে যাবে আপনার ফোনে। wake-up এলাম দিয়ে জাগিয়ে দেওয়া হবে যাত্রীদের। যদিও এর আগেও ছিল এই হেল্পলাইন নাম্বার। ১৩৯ নম্বরটি শুধু ঘুম ভাঙানোর জন্য নয়।ট্রেনের অবস্থান জানা, খাবারের অর্ডার দেওয়া কোন স্টেশনে কোন প্লাটফর্মে দাঁড়াবে ইত্যাদি নানা তথ্য মিলবে এর মাধ্যমে।