Home রাজ্য উত্তরবঙ্গ ট্রাকে লুকিয়ে অসম থেকে রাজস্থান যাচ্ছিল ৮৮ জন শ্রমিক

ট্রাকে লুকিয়ে অসম থেকে রাজস্থান যাচ্ছিল ৮৮ জন শ্রমিক

ফালাকাটা, ১২ এপ্রিল: অসম থেকে একটি ট্রেলার গাড়ি যাচ্ছিল রাজস্থান। ট্রেলারে খাদ্যসামগ্রী বোঝাই আছে অনুমান করে দাঁড় করায়নি পুলিশও। দীর্ঘ পথ পেরিয়ে আসার পর ফালাকাটা এসে ঘটল এমন এক ঘটনা যা শুনলে আপনিও অবাক হবেন।
ফালাকাটায় আসার পর গাড়ির চালক অসুস্থ হয়ে পড়ায় গাড়ি থামিয়ে দেন চালক। চালককে সাহায্যের জন্য কয়েকজন এগিয়েও আসেন। তখনই তাদের কানে আসে ট্রেলারের মধ্যে লোকের কথার আওয়াজ শোনা যাচ্ছে। খবর পৌঁছে যায় পুলিশের কাছে। ট্রেলারের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। ট্রেলারের মধ্যে রয়েছে একদল লোক। তাদেরকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ট্রাকটিতে ৮৮ জন শ্রমিক রয়েছে। তাঁরা অসমের গুয়াহাটি থেকে রাজস্থান যাচ্ছিলেন৷ রাজস্থান নম্বরের ওই ট্রাকটিকে আটক করে পুলিশ। করোনার জেরের কারণে ঝুঁকি নিতে চায়নি পুলিশ ও প্রশাসন। পরে শ্রমিক বোঝাই ট্রেলারকে অসমে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।