কলকাতা, ৯ মার্চ: ট্রলি ব্যাগ থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। সোমবার সকালে এগরায় এই ঘটনা। এগিন সকালে এগরা-দিঘা রাজ্য সড়কে এগরা থানার দোবাঁধির কাছে নয়নজুলি থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় এক মহিলার ট্রলি ব্যাগ বন্দি মৃতদেহ। মৃতার আনুমানিক বয়স ২৭ বছর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, স্থানীয়রা নয়নজুলিতে ট্রলি ব্যাগটি দেখতে পান। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুষ্কৃতীরা অন্য কোথাও মহিলাকে খুন করে ট্রলি ব্যাগে ভরে এই নির্জন জায়গায় ফেলে দিয়ে পালিয়েছে বলে মনে করছে পুলিশ ও স্থানীয়রা।