Home রাজ্য উত্তরবঙ্গ টাকিমারিতে এক বছর থেকে আলো জ্বলছে না বাতিস্তম্ভে

টাকিমারিতে এক বছর থেকে আলো জ্বলছে না বাতিস্তম্ভে

রাজগঞ্জ, ১৪ নভেম্বরঃ রাজগঞ্জের টাকিমারিতে সাংসদের দেওয়া উঁচু বাতিস্তম্ভে এক বছর থেকে আলো জ্বলেনা। ফলে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
রাজগঞ্জের টাকিমারি বাজারে ২০১৭ আর্থিক বছরে তৎকালীন সাংসদ বিজয়চন্দ্র বর্মনের সাংসদ তহবিল থেকে প্রকল্পটি করা হয়। প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে বাতিস্তম্ভ তৈরি করা হয়। সাংসদ নিজে বাতিস্তম্ভের উদ্বোধন করেছিলেন। দেখভালের দায়িত্ব দেওয়া হয় মান্তাদারি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে। উদ্বোধনের পর মাত্র ছয় মাস ভালভাবে আলো জ্বলেছিল। তার পর থেকে সমস্যা শুরু হয়। কিন্তু এতদিন আলো বন্ধ থাকলেও মেরামতের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছেনা। গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক বিশ্বাস বলেন, মেরামতের জন্য চেষ্টা চলছে। আশাকরি খুব শিঘ্রই আলো জ্বলবে।