জলঢাকা, ৯ এপ্রিল: টাকা তুলতে হুসলুডাঙ্গা বাজারের ব্যাংকে প্রতিদিন বেশ ভিড় জমে যাচ্ছে। সেখানে মহিলাদের ব্যাংকে প্রধানমন্ত্রী জনধন যোজনায় ৫০০ টাকা করে দিচ্ছে, ওই টাকাটা তোলার জন্য প্রচুর ভিড়। এই টাকা তুলতে গিয়ে তারা মানছেন না কোন প্রশাসনের নিয়ম কানুন। হুসলুডাঙ্গা স্টার ক্লাবের পক্ষ থেকে তাই আগতদের ব্যাংক ও প্রশাসনের দেওয়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে আবেদন করা হয়। তবে পাশাপাশি গ্রাহকদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করেন ক্লাবের সদস্যরা।
প্রতিবেদন: অরিন্দম রায়, জলঢাকা।