শিলিগুড়ি, ৭ নভেম্বর: জেল থেকে জামিন পাওয়ার পর এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। মিথ্যা ধর্ষণের মামলায় জেল হওয়ায় অপমানে এই চরম পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি। মৃতের নাম মৃদুল কান্তি মন্ডল। বয়স ৪৮ বছর। তিনি শিলিগুড়ির চম্পাসারি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তবে তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃদুল শিলিগুড়িতে মালিকের গাড়ি চালাতেন। সেই সূত্রে তিনি শিলিগুড়িতে থাকতেন। গত ৬ অক্টোবর প্রধাননগর থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এলাকারই এক মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতারের পর তার জেল হেফাজত হয়। ২৪ দিন জেল খাটার পর দিন কয়েক আগে তিনি জামিন পান। জামিন পেলেও পাড়া প্রতিবেশির বাঁকা চোখে তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন। এরপরেই বুধবার সন্ধ্যায় শোবার ঘর থেকে মৃদুলবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মৃতের দাদা মৃণালকান্তি মণ্ডল শিলিগুড়িতে বলেন, ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা করেন এক মহিলা। এতে ভাই ২৪ দিন জেল খাটার পর জামিন পায়। সেই অপমানে ভাই চরম পথ বেছে নিয়েছে। তাই ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি।