কলকাতা, ২ জুন: জুন মাসে হচ্ছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাকি পরীক্ষা হবে জুলাই মাসে । পরীক্ষার তারিখ ঘোষণা হলেও কবে কোন পরীক্ষা নেওয়া হবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।
কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পরীক্ষার সম্ভাব্য দিন ২৯ জুন, ২ এবং ৬ জুলাই। মঙ্গলবার তা বাতিল করে নতুন তারিখ ঘোষণা করেন। উচ্চমাধ্যমিকের অবশিষ্ট ৩টি পরীক্ষা হবে ২, ৬ ও ৮ জুলাই। কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, সেটা স্কুলশিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিষয় ঠিক করবে। তবে পরীক্ষার্থীরা যেন আপাতত এই দিনগুলি মাথায় রেখেই প্রস্তুতি নিতে শুরু করে।’ শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রায় আড়াই হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ক্লাসরুমে একটি বেঞ্চের তফাতে প্রতি বেঞ্চে একজন পড়ুয়া বসবে। মাস্ক পড়ে আসতে হবে। এছাড়া স্কুলে স্যানিটাইজার থাকবে। পরীক্ষা নেওয়া সম্পূর্ণ হলে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে।