জুন মাসে পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে, শুরু হয়েছে স্যানিটাইজ

এইচ.এন.ডেস্ক, ২৮ মে: জুন মাসে বিদ্যালয়ের পড়ুয়াদের মিড ডে মিলের খাদ্য সামগ্রী দেওয়া হবে । স্কুল থেকে পড়ুয়ার অভিভাবকদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেওয়ার আগে সরকারি নির্দেশে স্কুলগুলিতে শুরু হয়েছে স্যানিটাইজ । শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকায় বলা হয়েছে –
জুন -২০২০ মাসের বিদ্যালয় ভিত্তিক ছাত্র ছাত্রীদের চাল ও আলু বিতরণ করার জন্য সকল প্রধান শিক্ষক/শিক্ষিকা বা ভারপ্রাপ্ত শিক্ষকদের নিম্ন লিখিত নির্দেশাবলী অনুসরণ করতে বলা হচ্ছে।
(১) চাল ও আলু রাখার জায়গা ও বিতরণের স্থান সানিটাইজেশন করার তারিখ – ২৮/০৫/২০২০
(২) চাল ও আলু সংগ্রহ করার তারিখ – ২৯/০৫/২০২০
(৩) অভিভাবক/অভিভাবিকাদের কাছে বিতরণ করার সংবাদ দেওয়ার তারিখ – ৩০/০৫/২০২০
(৪)প্যাকেটিং করার তারিখ – ৩১/০৫/২০২০
(৫) চাল ও আলু বিতরণ করার তারিখ
*প্রাক্-প্রাথমিক ও প্রথম শ্রেণী – ০১/০৬/২০২০
*দ্বিতীয় শ্রেণী – ০২/০৬/২০২০
*তৃতীয় শ্রেণী – ০৩/০৬/২০২০
*চতুর্থ শ্রেণী – ০৪/০৬/২০২০
*পঞ্চম শ্রেণী – ০১/০৬/২০২০
(৬) বিতরণকালীন সময়ে কোনো ছাত্র ছাত্রী যাতে বিদ্যালয়ে না আসে সেটা সুনিশ্চিত করতে হবে।
(৭) সামাজিক দূরত্ব , মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজিং করার উপকরণ বিদ্যালয়ে রাখতে হবে।