Home রাজ্য উত্তরবঙ্গ জাল লটারির টিকিট নিয়ে পুরস্কারের টাকা হাতাতে এসে পড়ল ধরা

জাল লটারির টিকিট নিয়ে পুরস্কারের টাকা হাতাতে এসে পড়ল ধরা

শিলিগুড়ি, ৮ ডিসেম্বর: জাল লটারি নিয়ে পুরস্কারের টাকা হাতাতে গিয়ে শিলিগুড়িতে ধরা পড়ল যুবক। ধৃতের নাম দীপক সরকার। বাড়ি এনজেপি এলাকায়। স্থানীয়রা উত্তমমাধ্যম দিয়ে অভিযুক্তকে তুলে দিয়েছে পুলিশের হাতে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে শহরের অরবিন্দপল্লীতে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জাল লটারির চক্রের হদিস করার চেষ্টা করছে।
শিলিগুড়িতে জাল লটারির বেশ কয়েকটি চক্র রয়েছে। এমন জাল লটারি ছাপানোর বড় চক্র আপাতত অন্তরালে চলে গেলেও ছোট কারবারিরা রয়ে গেছে। এদিন তেমনই একজন ধরা পড়ল। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সামনে ঘটনা। সেখানে ২২ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি লটারির দোকান করেন। এদিন দুপুরে এক যুবক লটারির টিকিট মেলাতে আসে সেখানে। সে টিকিট দেখিয়ে দোকানদারকে বলে, নম্বর খেলেছে। এই টিকিটে আড়াই হাজার টাকা লেগেছে। কিন্তু দোকানদার আনন্দ সরকার ওই যুবককে দেখে চিনে ফেলেন। প্রায় ৫ মাস আগে এই যুবকই একইভাবে দোকানে এসেছিল লটারির টিকিট নিয়ে। তখন আড়াই হাজার টাকা লটারিতে লেগেছে বলে নিয়ে চলে যায়। পরে যখন দোকানদার এজেন্সিকে টিকিট জমা দিতে যান, তখন জানতে পারেন জাল টিকিট। কাছাকাছি নম্বরের টিকিটের উপর কালি ঘষে কৌশলে বিজয়ী নম্বর বানিয়ে নেয় এরা। তারপর দোকানে গিয়ে পুরস্কারের টাকা হাতায়। সেবারের টাকা গচ্ছা দেওয়ার কথা ভুলেননি আনন্দবাবু। তাই এদিন ওই যুবকেক দেখা মাত্রই ধরে রেখে পাশেই ক্লাবে খবর দেন তিনি। ক্লাবের সদস্যরা এসে তাকে আটকে রাখে। আনন্দবাবু বলেন, ‘‌কাকার ‌নাম করে টিকিট ভাঙাতে আসে ওই যুবক। এমন টিকিট জালিয়াতি বহু রয়েছে শহরে। পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসেব।’‌