জাদু খেলা দেখিয়ে অন্যের বৌকে নিয়ে পালালো এক যুবক

মালদা, ৪ মার্চ; সাত দিন ধরে মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায় জাদুর আসর বসিয়েছিল রাকেশ পাহাড়ি (২৫) নামে এক যুবক। সাইকেলে খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের ভেলকি কলাকৌশলের সাথে জাদুখেলা দেখাচ্ছিলো সে। গ্রামবাসীদের ভরসা জুগিয়ে ছিল সে।এলাকার অধিকাংশ গৃহবধূর বিশ্বাস জুগিয়ে ছিল। আর এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রামবাসীদের সোনা রুপোর অলংকার সহ বিভিন্ন দামী জিনিষ লুঠের পাশাপাশি এক গৃহবধূকেও নিয়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়।বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে গেছে।
জানা গিয়েছে, ওই যুবক জাদু খেলার ছলে কারোর কানের দুল, কারো সোনার হাতের বালা, নাকের ফুল, আংটি চুরি করে। শুধু কি তাই , গ্রামেরই এক অষ্টাদশী গৃহবধূর মনও চুরি করে সে। এরপর ওই গৃহবধূ ও চুরি করা গহনা নিয়ে চম্পট দেয়।
এদিকে, স্ত্রীকে হারিয়ে মাথায় হাত পড়েছে স্বামী প্রসেনজিৎ রায়ের। তিনি বলেন, গ্রামে সাইকেল খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কলা কৌশল দেখাচ্ছিলো এই যুবক। অধিকাংশ মানুষই ওই যুবকের ভেলকিতে পড়েছিল। এরই মধ্যে আমার স্ত্রী খুশির রায়ের সঙ্গে ওর সম্পর্ক তৈরি করে। সুযোগ বুঝে স্ত্রী সহ গ্রামবাসীদের সোনা, টাকা নিয়ে চম্পট দিয়েছে ওই জাদুকর। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।