Home রাজ্য উত্তরবঙ্গ জাতীয় সড়কের নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জাতীয় সড়কের নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার

রাজগঞ্জ, ২৯ অক্টোবর: রাজগঞ্জে জাতীয় সড়কের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডারমোড়ে নয়নজুলি থেকে মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ গন্ডারমোড়ে নির্মীয়মান এক পেট্রোল পাম্পের কাছে কালভার্টের পাশ থেকে মৃতদেহ উদ্ধার হয়। আনুমানিক ৩৫ বছরের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।