Home Uncategorized জাতীয় দলের স্বীকৃতি হারালো তৃণমূল কংগ্রেস

জাতীয় দলের স্বীকৃতি হারালো তৃণমূল কংগ্রেস

এইচ.এন.ডেস্ক, ১১ এপ্রিল: জাতীয় দলের তকমা হারালো তৃণমূল কংগ্রেস৷  জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ এখন থেকে আঞ্চলিক দল হিসেবেই ধরা হবে বাংলার তৃণমূল কংগ্রেসকে। দলের নামের আগে ‘সর্বভারতীয়’ শব্দটি ব্যবহার করতে পারবে না।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷ নিয়ম অনুযায়ী জাতীয় দল হতে গেলে তিনটি শর্তের অন্তত একটি পূরণ করতে হয়। লোকসভায় অন্তত ৪ টি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হয়। অথবা লোকসভায় ৩ টি রাজ্য থেকে অন্তত ১১টি আসন জিততে হয়। অথবা অন্তত ৪ টি রাজ্যে ‘রাজ্য দলের’ তকমা পেতে হবে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, জাতীয় দলের তকমা হারিয়েছে সিপিআই এবং এনসিপি।
অন্যদিকে, জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০১২ সালের ২৬ নভেম্বর দিল্লির বুকে আত্মপ্রকাশ করেছিল আম আদমি পার্টি বা আপ। এই দল সাড়ে দশ বছরেই আঞ্চলিক দল থেকে হয়ে উঠেছে জাতীয় দল।