শিলিগুড়ি, ২ জানুয়ারি: কুয়োতে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম সরস্বতী ঘোষ। নামে এক মহিলার।
শিলিগুড়ির জ্যোতি নগর এলাকায় বাড়ি। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে জানা গিয়েছে অসাবধানতাবশত জল তুলতে গিয়ে কুয়োতে পড়ে যান সরস্বতী দেবী। অনেকক্ষণ তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজ নিয়ে দেখেন কুয়োতে পড়ে রয়েছেন তিনি। এরপর স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকল কর্মীরা এসে মহিলাকে থেকে উদ্ধার করেন। এরপর পরিবারের লোকজন সরস্বতী দেবীকে নিয়ে আসেন শিলিগুড়ি জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।