Home রাজ্য উত্তরবঙ্গ জলের কারণে কারো ভেঙেছে দাঁত, কারো ফেটেছে কপাল, নাক ও ঠোট

জলের কারণে কারো ভেঙেছে দাঁত, কারো ফেটেছে কপাল, নাক ও ঠোট

মালদা, ২ মে: জলের কারণে কারো পড়ে গিয়েছে গেছে দাঁত, আবার কারো ফেটেছে কপাল। কারো নাক ও ঠোট কেটেছে।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কেন এই অবস্থা?চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা কি? ভরা গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে জল কষ্টে ভুগছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কিসমত বড়োল গ্ৰামের বাসিন্দারা। প্রতি বছরের মতো এবারও এই সুখা মরসুমে ভূগর্ভস্থ জলস্তর নেমে গিয়েছে। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে গ্রামের নলকূপ গুলিতে জল উঠছে না। বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির নলকূপ চাপতে গিয়ে হাতল ছিটকে ঘটছে দুর্ঘটনা। নলকূপের হাতলের আঘাতে গ্ৰামের অনেক মহিলার দাঁত ভেঙে গিয়েছে, অনেকে কপাল, নাক ও ঠোঁট ফেটে জখম হয়েছে। তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে ওই গ্রামে। মাঠের জমিতে জল সেচের পাম্প থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে। পুকুরের ঘোলাটে জলে স্নান, কাপড় কাচা ও বাসন ধোয়ার কাজ করেন।
গ্রামবাসীদের অভিযোগ,স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের কাছে বারবার লিখিত আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই ক্ষোভে ফুসছে গোটা গ্রাম। মূলত নলকূপের জলের উপরেই ভরসা এখানকার মানুষের। তাই গ্রামবাসীরা এলাকায় সাব মারসিবল বসানোর দাবি জানিয়েছেন। কিন্তু এই সমস্যা কবে দূর হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। শীঘ্রই সমস্যা দূর না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তাঁরা।