Home রাজ্য উত্তরবঙ্গ জলপাইগুড়িতে ঢোকার মুখে রাজগঞ্জে দুই জায়গায় থার্মাল স্ক্রীনিং

জলপাইগুড়িতে ঢোকার মুখে রাজগঞ্জে দুই জায়গায় থার্মাল স্ক্রীনিং

রাজগঞ্জ, ২৫ এপ্রিল: জলপাইগুড়িতে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং করার জন্য রাজগঞ্জে দুই জায়গায় থার্মাল স্ক্রীনিং করা হচ্ছে। সেই সঙ্গে চলছে পুলিশের নাকা চেকিং। শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের মাঝে রাজগঞ্জ ব্লকের মধ্য দিয়ে গিয়েছে দুইটি সড়ক। একটি চার লেনের মহাসড়ক এবং অন্যটি রাজ্য সড়ক। এই দুই সড়কেই নাকা চেকিং এর সঙ্গে চলছে থার্মাল স্ক্রীনিং। শিলিগুড়ি জলপাইগুড়ি মহাসড়কে সাহুব্রিজ এবং বেলাকোবার বটতলায় ওই থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। পথচলতি মানুষ ও যানবাহন দাঁড় করিয়ে আরোহীদের থার্মাল স্ক্রিনিং করা হয়।
ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়িতে ঢোকার মুখে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। ২৪ ঘন্টাই ওই স্ক্রিনিং চলবে। লাগাতার স্ক্রীনিং চলতে থাকবে।