জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ ডুয়ার্সে ডেমু ট্রেনে আগুন। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের ডামডিম স্টেশনে।
জানা গিয়েছে, নিউ বঙ্গাইগাঁও – শিলিগুড়ি গামী ডেমু ট্রেন এদিন ডামডিম রেলস্টেশনে ট্রেনের পেছনের ইঞ্জিনে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায়। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও রেলকর্মী ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিভে যায়। ঘটনার খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এনএফ রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, ওই ডেমু ট্রেনে আগুন লাগার ঘটনার খবর পেয়েছি। কী কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।