ধুপগুড়ি, ২৭ মে: ধরা পড়ল প্রায় ৭০ কেজি ওজনের একটি মাছ। এত বড় একটি মাছ দেখে অবাক হয়ে যায় জেলেরাও। তারপর একান-ওকান হতেই ভিড় করেন এলাকাবাসী। বুধবার এমন ঘটনা জলঢাকা বাজারের কাছেই। সেখানে জলঢাকা নদীতে মাছ ধরতে নেমেছিলেন জেলেরা। আর জেলেদের জালে উঠে আসে এত বড় একটি মাছ। বাজারে নিতেই হইচই শুরু হয়ে যায়।
কথায় আছে বাঙালির খাবার পাতে মাছ না থাকলে অসম্পুর্ণ। আর জলঢাকা নদীর মাছ বরাবরই সকলের কাছে প্রিয়। জানাগেছে, রাতে প্রচন্ড ঝড়বৃষ্টি হওয়ায় ও সকাল থেকেই বৃষ্টি পড়ায় নদীর জল বাড়তে শুরু করে। আর নদীতে মাছের আনাগোনা শুরু হয়। এমনি সময় প্রায় ৬০-৭০ কেজি বাঘারি মাঝের দেখা মেলে। মাছটি এতই বড়ো সকলে উল্লাসে ফেটে পড়েন। বৃষ্টিকে উপেক্ষা করে সকলে মাছ দেখতে ভিড় শুরু করে। মাছ প্রেমিদের মুখে মুখের কথা,বজলঢাকা নদীর মাছ খুবই ভালো খেতে। আর এই মাছটি খুবই খুবই ভালো হবে স্বাদে। তাই মাছ কিনতেই উপছে পড়া ভির শুরু হয় বাজারে। হাজার টাকার উপরে কেজি দরে বিক্রি হয়েছে এই মাছটি।