পাঁচমিশালী জন্মদিনে অভুক্ত পথ কুকুরদের মাংস ভাত 27th April 2020 Facebook Twitter Google+ WhatsApp Email “Prochesta Group of Siliguri” এর সদস্য রিন্টু দাস এর ভাইপো বিকি দাসের জন্মদিন উপলক্ষে অন্যরকম উদ্যোগ। শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডের সুকান্তপল্লী গেটবাজার এলাকার পথকুকুরদের নিজেদের উদ্যোগে ভাত এবং মাংস রান্না করে খাওয়ালেন বিকি দাস এবং রিয়াঙ্কা দাস ।