জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের খাতায় টাকা জমা দেবে কেন্দ্র

এইচ.এন. ডেস্ক, ৩ এপ্রিল: জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের খাতায় জমা পড়বে টাকা। আজ থেকে ব্যাংকে টাকা জমা শুরু হওয়ার কথা। লকডাউনের কারণে সমস্যায় পড়েছেন গরিব মানুষ। তাই তিন মাসের জন্য প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে এই টাকা জমার তারিখ ঠিক হয়েছে। মহিলারা জনধন একাউন্টে টাকা পাবেন। দেশের প্রায় ২০ কোটি মহিলা এই প্রত্যক্ষ সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া বৃদ্ধ ও বিধবাদের তিন মাসের জন্য অতিরিক্ত এক হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই টাকা দুই কিস্তিতে দেওয়া হবে। প্রায় ৩ কোটি মানুষ এই সুবিধা পাবেন । লকডাউনের মধ্যে যাতে টাকা তুলতে ব্যাংকে ভিড় না হয় সেজন্য অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে ব্যাংকে টাকা জমা পড়বে।